সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
KM | ১৪ নভেম্বর ২০২৪ ০০ : ৫২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: সেঞ্চুরিয়নে সেঞ্চুরি তিলক বার্মার। সেঞ্চুরিয়নে জয়ের তিলক অধিনায়ক সূর্যকুমার যাদবের কপালে। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত এগিয়ে গেল ২-১-এ। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা কি ফিরে আসতে পারবে? জয় ছিনিয়ে নিয়ে কি সিরিজে সমতা ফেরাতে পারবে প্রোটিয়া ব্রিগেড? সময় এর উত্তর দেবে।
সেঞ্চুরিয়নে ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ৬ উইকেটে ২১৯ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের এটাই সর্বোচ্চ রান। কিন্তু এই বিশের ক্রিকেটে পাহাড়প্রমাণ রানও নিরাপদ নয়। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জেতার জন্য দরকার ছিল ২৫ রান। প্রোটিয়া ব্রিগেড ১১ রানে ম্যাচটা হারলেও ভারতের ক্রিকেটভক্তদের রক্তের গতি বাড়িয়ে দিয়েছিলেন ক্লাসেন (২২ বলে ৪১), ইয়ানসেনরা (১৭ বলে ৫৪)। শেষ ওভারে একসময়ে প্রোটিয়াদের জন্য জেতার সমীকরণ ছিল ৪ বলে ১৮ রান। অর্শদীপ সিং শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের মুখের হাসি চওড়া করেন। দক্ষিণ আফ্রিকা সাত উইকেটে ২০৮ রানে থেমে যায়। কিন্তু ক্লাসেন ও ইয়ানসেন আরেকটু হলেই অসাধ্য সাধন করে ফেলতেন। তিলক বার্মার কীর্তিও হয়তো চাপা পড়ে যেত। কিন্তু ক্রিকেট-ঈশ্বর অন্য কিছু ভেবে রেখেছিলেন। সেই কারণেই জয়ের তিলক পড়লেন সূর্য। বলতে গেলে আফ্রিকার পুরুষ সিংহদের মুখের থেকে গ্রাস কেড়ে নিল ভারত।
যত কাণ্ড দক্ষিণ আফ্রিকায়। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ডারবানে ২১৮ রান করেছিল ভারত। সেই ম্যাচে যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডকে ছ' বলে ছ'টি ছক্কা হাঁকিয়েছিলেন। এতদিন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ডারবানের সেই ২১৮-ই ছিল সর্বোচ্চ। সেঞ্চুরিয়নে ভারত ছাপিয়ে যায় ১৭ বছর আগের সেই স্কোরকেও। সেঞ্চুরি হাঁকালেন তিলক বার্মা। তাঁর জন্যই ভারত পৌঁছে গেল ২১৯ রানে। ভারতের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে কনিষ্ঠ ফরম্যাটে এটাই ভারতের সর্বোচ্চ রান। রেকর্ড গড়া হয় যে ভাঙার জন্যই। এই আপ্তবাক্যটা আরও একবার প্রমাণিত হল প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশে।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শূন্য রানে এক উইকেট চলে যায় ভারতের। সেখান থেকে যে ভারত ২১৯-এ পৌঁছবে তা কেউ কল্পনাও করেননি। একমাত্র তিলক বার্মাই বোধহয় অন্যরকম কিছু ভেবেছিলেন। তিন নম্বর পজিশনে নামেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু এদিন অধিনায়ক তিলককে পাঠান তিনে। তার পর চলল তিলকের দাপট। তিনি এবং অভিষেক শর্মা ১০৭ রান জোড়েন। অভিষেক নিজে ২৫ বলে ৫০ রান করেন। তিলককে তিনে পাঠিয়ে যে ভুল করেননি অধিনায়ক সূর্য, তার প্রমাণ দেন এই তরুণ ব্যাটার। ম্যাচের সেরা তিলক বার্মা।
অভিষেক শর্মা ফিরে যাওয়ার পরে সূর্যকুমার যাদবও (১) দ্রুত ফিরে যান। বেশিক্ষণ টেকেননি হার্দিক পাণ্ডিয়া (১৮)। ৪ উইকেটে ১৩২ হয়ে যায় ভারত। রানের গতি যায় কমে। কিন্তু অন্যপ্রান্তে যে ছিলেন তিলক। তিনি শুরু করেন প্রলয়। কখনও সঙ্গী হিসেবে পান রিঙ্কু সিংকে, কখনও অভিষেক হওয়া রামনদীপকে। তিলক বার্মা এক মুহূর্তের জন্যও থামেননি।
৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন তিলক। ৮টি বাউন্ডারি ও ৭টি বিশাল ছক্কা মারেন তিনি। নিজের ইনিংস প্রসঙ্গে তিলককে বলতে শোনা গিয়েছে, ''খুব খুশি আমি। দীর্ঘদিন ধরে এই মুহূর্তটারই অপেক্ষায় ছিলাম। চোট সারিয়ে ফিরে এসে সেঞ্চুরি করা অবিশ্বাস্য ব্যাপার। শুরুতে চ্যালেঞ্জিং ছিল। পরের দিকে উইকেট সহজ হয়ে যায়। আমি আর অভিষেক চাপে ছিলাম। আমাদের পার্টনারশিপটার খুব দরকার ছিল। আমরা ২০০-২১০ রান করার কথা ভাবছিলাম। আমাদের স্পিনাররা ভাল বল করছে। ওদের হাতে রানের পুঁজি থাকলে আরও ভাল বল করবে। ম্যাচটা আমরা জিতব।'' শেষ পর্যন্ত ম্যাচটা জিতল ভারত। নতুন এক তারার উদয় হল।
# #Aajkaalonline##Ind vs SA##India beats SA
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কেমন হবে মেলবোর্নের উইকেট? পিচ প্রস্তুতকারক যা বললেন তাতে চিন্তা বাড়ল ভারতের...
বড়দিনের আগে শোকস্তব্ধ বাংলার ক্রিকেট, প্রয়াত ইস্টবেঙ্গলের এই দাপুটে ক্রিকেটার...
কেন বর্ডার গাভাসকার ট্রফিতে নেওয়া হল না সামিকে? ব্যাখ্যা করল বিসিসিআই ...
অশ্বিনের বদলি ঘোষণা করল বিসিসিআই, কে এই তনুশ কোটিয়ান? ...
ইতিহাস গড়লেন বাংলার মহিলারা, ৩৮৯ তাড়া করে জয় তনুশ্রী, প্রিয়াঙ্কাদের...
১৩ বছরের বৈভবকে কেন নিল রাজস্থান? আসল কারণ ফাঁস করলেন সঞ্জু ...
ইংরেজি না বলে বিতর্কের জন্ম দিলেন জাদেজা, মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচের বলই গড়াল না...
'এ ভাবে খেললে সেরা ছয়ে থাকব', আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের দিমি ...
নিজের গোলে বল ঢুকিয়ে শিরোনামে মহমেডানের বাঙালি গোলকিপার, কেরলকে বড়দিনের উপহার সাদা-কালোর ...
ভারতের রানের পাহাড়ে পিষ্ট ওয়েস্ট ইন্ডিজ, বিশাল ব্যবধানে জয় হরমনপ্রীতদের ...
ফর্মে ফেরার মন্ত্র রোহিতকে, এই প্রাক্তনের পরামর্শ শুনলে রানে ফিরবেনই হিটম্যান ...
'হায়দরাবাদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলব', জামশেদপুরকে হারিয়ে হুঙ্কার অস্কারের...
সন্তোষে চতুর্থ ম্যাচে এসে থেমে গেল বাংলার জয়ের ধারা, মণিপুরের সঙ্গে ড্র সঞ্জয়ের ছেলেদের ...
আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র, জামশেদপুরকে হারিয়ে দশে উঠে এল ইস্টবেঙ্গল...
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ কবে? ভারত-পাক দ্বৈরথই বা কবে? জানা গেল সম্ভাব্য সূচি ...